১৬০ টাকা দরে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে

0
152
সয়াবিন তেল

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সুপার ওয়েল রিফাইনারি লিমিটেড এ তেল সরবরাহ করবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ বুধবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান। তিনি বলেন, এই সয়াবিন তেল কিনতে মোট ব্যয় হবে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা। আর প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৫৯ টাকা ৯৫ পয়সা।

আন্তর্জাতিক বাজারে কমে পাওয়া গেলেও দেশের ভেতর থেকে বেশি দামে কেন সয়াবিন তেল কেনা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে আমিন উল আহসান জানান, উন্মুক্ত দরপত্রে দাম কম-বেশি হতেই পারে।

৯ আগস্ট অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ১২৭ কোটি ৫৬ লাখ টাকায় সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.