১২ টাকায় কিনতে হচ্ছে একটি ডিম

0
87
ফাইল ছবি

অবশ্য ঢাকার সব বাজারে ডিমের দাম এক নয়। পাড়া-মহল্লার দোকানিরা দাম রাখছেন খেয়ালখুশি মতো। কোথাও ফার্মের ডিমের হালি ৪৭-৪৮ টাকা। কোথাও আবার ৫০ টাকা। আবার মগবাজারের ব্যবসায়ীরা ডিমের ডজনপ্রতি দাম হাঁকছেন ১৪৫ টাকা। দরদাম করলে অবশ্য ১৪০ টাকায় কেনা যাচ্ছে। অন্যদিকে পাইকারি বাজার থেকে কিনলে ডিমের দাম কিছুটা কম পড়ছে। যেমন কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা গতকাল ডজনপ্রতি ডিম বিক্রি করেছেন ১৩০ টাকার আশপাশে। এই দামে ডিম পেতেও ক্রেতাদের দরদাম করতে হয়েছে।

মুরগির দাম কমতে শুরু করেছে। গতকালের (শনিবার) মতো আজ রোববারও ব্রয়লার মুরগি পাইকারিতে কেনা পড়েছে ২০০ টাকার নিচে। আমরা প্রতি কেজি ১০ থেকে ১৫ টাকার মতো দাম সমন্বয় করে খুচরায় বিক্রি করছিমুরগি ব্যবসায়ী সাইফুল ইসলাম

মালিবাগ বাজারের ডিম ব্যবসায়ী তানভীর হাসান  বলেন, ‘ফার্মের মুরগির বাদামি ডিমের তুলনায় সাদা ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা কম। সে জন্য অনেকে খরচ কমাতে সাদা ডিম কিনছেন।’ আবার তালতলা বাজারের ডিম ব্যবসায়ী হায়দার আলী বলেন, ‘ফার্মের ডিমের ডজন একদাম ১৪০ টাকা। কমে বিক্রি করার সুযোগ নেই।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.