ঈদে পোশাক-আশাক কেনার পাশাপাশি স্মার্টফোনও কেনেন অনেকে। এ জন্য প্রায় সবাই কম দামে ভালো মানের স্মার্টফোনের খোঁজ করেন। আর তাই তো ঈদ উপলক্ষে নতুন মডেলের হ্যান্ডসেট বাজারে আনার পাশাপাশি বিভিন্ন অফার ও ছাড় দিচ্ছে স্মার্টফোন নির্মাতারা। ১০ হাজার টাকার নিচে ভালো মানের স্মার্টফোনের উল্লেখযোগ্য দিকগুলো জেনে নেওয়া যাক—
রিয়েলমি সি৩০
অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা ৬ দশমিক ৫ ইঞ্চি পর্দার ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬১২ প্রসেসর। ইউএফএস ২ দশিমক ২ হাই স্পিড ফ্ল্যাশ স্টোরেজ সুবিধার ফোনটিতে ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। সামনে-পেছনে ৫ ও ৮ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার ক্যামেরা থাকায় ভালো মানের ছবি তোলা যায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে টানা ১০২ ঘণ্টা পর্যন্ত গান শোনা যায়। ফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা।
শাওমি রেডমি ৯এ
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৬ দশমিক ৫৩ ইঞ্চি হাই ডেফিনেশন (এইচডি) পর্দা থাকায় ভালো মানের ছবি দেখা যায়। মিডিডেট প্রসেসরে চলা ফোনটির সামনে-পেছনে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ৮ হাজার ৭৯৯ টাকা।
ভিভো ওয়াই০২
৬ দশমিক ৫১ ইঞ্চি পর্দার ফোনটির রেজল্যুশন বেশ ভালো, ৭২০ বাই ১৬০০ পিক্সেল। ফলে ভালো মানের ছবি বা ভিডিও দেখা সম্ভব। আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ–সুবিধার ফোনটির সামনে-পেছনে ৫ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। দাম ৯ হাজার ৯৯৯ টাকা।
ওয়ালটন প্রিমো জিএইচ১১
১০ হাজার টাকার মধ্যে ওয়ালটনের সেরা ফোন প্রিমো জিএইচ১১। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলা ৬ দশমিক ৫২ ইঞ্চি এইচডি প্লাস পর্দার ফোনটিতে হেলিও এ২২ প্রসেসর রয়েছে। ৪ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের সনি এআই ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসুবিধার ফোনটিতে আঙুলের ছাপ ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তিও রয়েছে। দাম ৯ হাজার ৯৯৯ টাকা।
ম্যাক্সিমাস আর ওয়ান প্রো
৬ দশমিক ৫১৭ ইঞ্চি পর্দার স্মার্টফোনটিতে সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। পেছনে রয়েছে ১৩, ২ ও ২ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরা। ১ দশমিক ৬ গিগাহার্টজ গতির প্রসেসরে চলা ফোনটিতে রয়েছে ৩ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা, যা ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। আঙুলের ছাপ ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তির স্মার্টফোনটিতে একসঙ্গে দুটি সিম ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিও রয়েছে। দাম ৯ হাজার ৯৪৯ টাকা।
সিম্ফনি জেড ২২
৬ দশমিক ৫২ ইঞ্চি পর্দার স্মার্টফোনটির পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ১৩, ২ ও ০ দশমিক ০৮ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাসহ আরও রয়েছে ১ দশমিক ৮ গিগাহার্টজ গতির প্রসেসর, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। দাম ৮ হাজার ১৯০ টাকা।