সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে হিমাগার থেকে সুপারশপে আলু সরবরাহের ব্যবস্থা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালামের নেতৃত্বে সদর উপজেলার এলাইড হিমাগারে তদারকি করে এ দরে আলু বিক্রির উদ্যোগ নেওয়া হয়।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মুন্সীগঞ্জের এলাইড হিমাগার থেকে ঢাকার সুপারশপ চালডালকে ১৪ টন ও আগোরাকে ৫ টনসহ মোট ১৯ টন সরকার নির্ধারিত ২৭ টাকা দরে সরবরাহের ব্যবস্থা করা হয়। ওই দিনই অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা দিয়ে বলা হয়, এখন থেকে মুন্সীগঞ্জের ব্যাপারীরা ২৭ টাকা কেজি দরে সুপারশপে আলু পৌঁছে দেবেন। গত ২৭ সেপ্টেম্বর ভোক্তা অধিদপ্তরে আয়োজিত সুপারশপ, পাইকারি বিক্রেতা ও আলু ব্যবসায়ীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক সরকার নির্ধারিত ২৭ টাকা দরে আলু কোল্ডস্টোরেজ থেকে সরবরাহের ব্যবস্থা করে দেওয়ার যে প্রত্যয় ব্যক্ত করেন তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়। গত ১৫ সেপ্টেম্বর আলুর নির্ধারিত দর কার্যকর ও সরবরাহ স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জের বিভিন্ন হিমাগার পরিদর্শন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। পরিদর্শনে নানা অসংগতি দেখতে পান তিনি। এরপর সরকার নির্ধারিত দরে আলু বিক্রি না হলে নিলামে বিক্রি করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে গতকাল ঢাকা মহানগরসহ সারাদেশে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। সারাদেশে ৩৯টি টিম ৫২টি বাজারে অভিযান চালিয়ে ৯৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লাখ ৫০০ টাকা জরিমানা করেছে।