প্রিয়াঙ্কা চোপড়ার ভক্ত নতুন মিস ইন্ডিয়া

0
117
মিস ইন্ডিয়া নন্দিনী গুপ্তা

গতকাল শনিবার রাতে ভারতের মণিপুরে বসেছিল ‘ফেমিনা মিস ইন্ডিয়া-২০২৩’-এর ফাইনালের আসর। এবারের প্রতিযোগিতায় মিস ইন্ডিয়ার খেতাব জেতেন ভারতের রাজস্থানের মেয়ে নন্দিনী গুপ্তা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন ১৯ বছর বয়সী নন্দিনী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর কিছু তথ্য।

১০ বছর বয়স থেকেই নন্দিনী গুপ্তা মিস ইন্ডিয়া হওয়ার স্বপ্ন দেখেছিলেন। নন্দিনীর মাথায় মিস ইন্ডিয়ার মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী সিনি শেঠি
১০ বছর বয়স থেকেই নন্দিনী গুপ্তা মিস ইন্ডিয়া হওয়ার স্বপ্ন দেখেছিলেন। নন্দিনীর মাথায় মিস ইন্ডিয়ার মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী সিনি শেঠিইনস্টাগাম

ফাইনাল পর্বে মোট ৩০ জন প্রতিযোগী ছিলেন। তাঁদের হারিয়েই বিজয়ী হন নন্দিনী। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন দিল্লির শ্রেয়া পুঞ্জা এবং মণিপুরের স্ট্রেলা থাউনাওজাম লুওয়াং হয়েছেন দ্বিতীয় রানারআপ
ফাইনাল পর্বে মোট ৩০ জন প্রতিযোগী ছিলেন। তাঁদের হারিয়েই বিজয়ী হন নন্দিনী। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন দিল্লির শ্রেয়া পুঞ্জা এবং মণিপুরের স্ট্রেলা থাউনাওজাম লুওয়াং হয়েছেন দ্বিতীয় রানারআপইনস্টাগাম

মিস ইন্ডিয়া অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে নন্দিনীর জয়ের মুহূর্তের দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নন্দিনী গুপ্তা আমাদের মঞ্চ জয় করেছেন। তাঁর সহনশীলতা, সৌন্দর্য আমাদের হৃদয় দখল করে নিয়েছে। আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ড মঞ্চে তাঁকে দেখার জন্য মুখিয়ে আছি
মিস ইন্ডিয়া অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে নন্দিনীর জয়ের মুহূর্তের দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নন্দিনী গুপ্তা আমাদের মঞ্চ জয় করেছেন। তাঁর সহনশীলতা, সৌন্দর্য আমাদের হৃদয় দখল করে নিয়েছে। আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ড মঞ্চে তাঁকে দেখার জন্য মুখিয়ে আছিইনস্টাগাম

নন্দিনী গুপ্তা পড়াশোনা করছেন বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে। ছোটবেলা থেকেই বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের প্রতি ঝোঁক ছিল এই মিস ইন্ডিয়ার
নন্দিনী গুপ্তা পড়াশোনা করছেন বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে। ছোটবেলা থেকেই বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের প্রতি ঝোঁক ছিল এই মিস ইন্ডিয়ারইনস্টাগাম

ভারতের বিশিষ্ট ব্যবসায়ী রতন টাটা ও ভারতের সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া—এই দুই বিখ্যাত ব্যক্তি দ্বারা অনুপ্রাণিত নন্দিনী গুপ্তা। রতন টাটার মানবিকতা বেশ টানে নন্দিনীকে। তা ছাড়া প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য ও তাঁর কাজ নন্দিনীকে দারুণভাবে অনুপ্রাণিত করে বলে জানান তিনি
ভারতের বিশিষ্ট ব্যবসায়ী রতন টাটা ও ভারতের সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া—এই দুই বিখ্যাত ব্যক্তি দ্বারা অনুপ্রাণিত নন্দিনী গুপ্তা। রতন টাটার মানবিকতা বেশ টানে নন্দিনীকে। তা ছাড়া প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য ও তাঁর কাজ নন্দিনীকে দারুণভাবে অনুপ্রাণিত করে বলে জানান তিনিইনস্টাগাম

নন্দিনী একজন সমাজকর্মীও। বর্তমানে চাইল্ড হেল্প ফাউন্ডেশনের সমর্থনে একটি ক্যাম্পেইন পরিচালনা করছেন তিনি। মিস ইন্ডিয়া আসরের মঞ্চে নন্দিনী বলেন, প্রত্যেক নারীর নিজের ওপর আস্থা থাকা দরকার। নিজের স্বপ্ন এবং নিজের শিকড় ভোলা উচিত নয়
নন্দিনী একজন সমাজকর্মীও। বর্তমানে চাইল্ড হেল্প ফাউন্ডেশনের সমর্থনে একটি ক্যাম্পেইন পরিচালনা করছেন তিনি। মিস ইন্ডিয়া আসরের মঞ্চে নন্দিনী বলেন, প্রত্যেক নারীর নিজের ওপর আস্থা থাকা দরকার। নিজের স্বপ্ন এবং নিজের শিকড় ভোলা উচিত নয়ইনস্টাগাম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.