সু চির এনএলডিসহ বিলুপ্ত হচ্ছে ৪০ দল

0
108
সু চির এনএলডি

মিয়ানমারে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ (এনএলডি) ৪০টি রাজনৈতিক দল বিলুপ্ত হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার দেশটির সামরিক সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন এক ঘোষণায় বলেছে, নতুন নির্বাচনী আইন অনুযায়ী নতুন করে দলের পুনর্নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় এ দলগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হবে। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানায়।

নির্বাচনের জন্য ক্ষমতাসীন সামরিক সরকারের ঘোষিত সময়সীমার মধ্যে নিবন্ধন করতে যে ৪০টি রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে, তার মধ্যে রয়েছে সু চির এনএলডিও।

গত জানুয়ারিতে নতুন জারি করা কঠোর নির্বাচনী আইনের অধীনে দুই মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোকে পুনর্নিবন্ধনের নির্দেশ দেয় জান্তা সরকার। সেইসঙ্গে আগামী আগস্ট মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। বিরোধী দলগুলো বলছে, জান্তা সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না। এরই মধ্যে সু চির দল এনএলডি বলেছে, তারা এ ‘অবৈধ নির্বাচনে’ অংশ নেবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.