কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী আর সুর-ছন্দের যুগলবন্দিতে নব নবরূপে জেগে ওঠার প্রাণ উৎসারিত আহ্বান নিয়ে শুরু হলো তিন দিনব্যাপী ৪১তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত এ সম্মেলন উদ্বোধন করেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক শর্মিলা বন্দ্যোপাধ্যায়। সভাপতির বক্তব্য দেন সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান। উৎসবের প্রথম দিনে নৃত্য ও সুরে দর্শক-শ্রোতার মন মাতিয়ে তোলেন নবীন-প্রবীণ শিল্পীরা। গানের সঙ্গে ছিল রবীন্দ্রনাথের কবিতার দৃপ্ত উচ্চারণও।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন– দানে গানের সমান্তরালে নৃত্য পরিবেশনার মধ্যে মঙ্গলপ্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এ সময় নৃত্যশিল্পীদের হাতে থাকা প্রদীপগুলো নাচের তালে ছড়িয়ে দেওয়া হয় মঞ্চজুড়ে। উদ্বোধনকালে মুস্তাফা মনোয়ার বলেন, ‘রবীন্দ্রনাথ হচ্ছেন দিকনির্দেশক। তাঁর সৃষ্টির আলোকে তাঁকে অনুসরণ করলে সমৃদ্ধ হবে জীবন। রবীন্দ্রনাথ ছড়িয়ে আছেন আমাদের জীবনের সর্বস্তরে। কবিগুরু হলেন শিল্পের কবি, সাহিত্যের কবি ও মননের কবি। এ কারণেই নোবেলজয়ী আরব সাহিত্যিক নাগিব মাহফুজ বলেছিলেন, রবীন্দ্রনাথ হলেন সারাবিশ্বের অনুপ্রেরণা।’
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মণিপুরি নৃত্য পরিবেশন করেন একাডেমি ফর মণিপুরি আর্টস অ্যান্ড কালচারের শিল্পীরা। পরিষদের ঢাকা মহানগর শাখার পরিবেশনায় ছিল– ‘আন অমৃতবাণী’ শীর্ষক গীতি আলেখ্য। আবৃত্তি পরিবেশন করেন জহিরুল হক। নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব ও সান্তনা। সংগীত পরিবেশন করেন ফারজানা আক্তার পপি, সেমন্তী মঞ্জরী, লিলি ইসলাম, ছায়া কর্মকার, অশোক সাহা, নুরুল মতিন সৈকত, আকলিমা খাতুন, শুক্লা পাল সেতু, ফেরদৌস আরা লিপি, মিলন ভট্টাচার্য, সুতপা সাহা, সুস্মিতা আহমেদ, প্রতীক এন্দ, শ্রেয়সী রায়, দিবাকর বিশ্বাস, অমিতা দেবনাথ, অভয়া দত্ত, শিবেশ কির্তনীয়া, দীপ্র নিশান্ত, মাইনুল ইসলাম, অনুপম বসাক তিলক, ঊর্মি রায় বন্যা, তাসমিনা ওপেল ও লোপা আহমেদ।
আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মেলন। বিকেলে অনুষ্ঠিত হবে ‘নদীতীরের প্রেমের গান’ শীর্ষক সেমিনার। এতে প্রবন্ধ পাঠ করবেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামীকাল শনিবার তৃতীয় ও শেষ দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রবিরশ্মির সুবচনে অংশ নেবেন সংস্কৃতজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এদিন রাত সাড়ে ৮টায় পরিবেশিত হবে লাইসা আহমেদ লিসার সংগীত ও শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় গীতি আলেখ্য ‘সবার উপরে মানুষ সত্য’। একই দিন রবীন্দ্রপদক দেওয়া হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও শিক্ষাবিদ সংগীতজ্ঞ অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ারকে। শেষ দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ অনুপম সেন। সমাপনী বক্তব্য দেবেন পরিষদ সভাপতি সন্জীদা খাতুন। এ ছাড়া আয়োজনের শেষ দিন থাকবে প্রতিনিধি সম্মেলন এবং তামান্না রহমানের পরিচালনায় নৃত্যম নৃত্যশীলনের পরিবেশনায় নৃত্যালেখ্য ‘বিদায় অভিশাপ’।