সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৯

0
185
সিলেটের মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনের কমপ্রেসর কক্ষে মঙ্গলবার রাতে বিস্ফোরণ ঘটে

সিলেট নগরের মিরাবাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় পথচারীসহ ৯ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নগরের মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিরা হলেন রিপন দাস (৩৪), রুমেল (২৮), মিনহাজ (২৮), রাহুল দাস (৫০), ইমন (১৮), নজরুল, তারেক (৩৫), রোমন (৩৮) ও লুৎফুর (৩২)। তাঁদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিরতি ফিলিং স্টেশনের কমপ্রেসর কক্ষে বিকট শব্দ হয়ে আগুন জ্বলে ওঠে। এতে ফিলিং স্টেশনের কর্মীসহ কয়েকজন দগ্ধ হন। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, কমপ্রেসর কক্ষ থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি অনুসন্ধান চলছে।

অগ্নিকাণ্ডে দগ্ধ এক রোগীর স্বজনদের আহাজারি। মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
অগ্নিকাণ্ডে দগ্ধ এক রোগীর স্বজনদের আহাজারি। মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া বলেন, দগ্ধ ব্যক্তিদের সবার শরীর ১৫ শতাংশের বেশি পুড়ে গেছে। কয়েকজনের শ্বাসনালিও পুড়ে গেছে। তাঁদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে তিনিসহ হাসপাতালের চিকিৎসকেরা উপস্থিত থেকে তদারক করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.