সিরিয়ায় তুর্কি ড্রোন ভূপাতিত, আলোচনায় ওয়াশিংটন–আঙ্কারা

0
85
যুক্তরাষ্ট্রের তৈরি একটি এফ-১৬ যুদ্ধবিমান

সিরিয়ায় তুর্কি ড্রোন ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে আলোচনা হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ নিয়ে টেলিফোনে আলোচনা করেন।

ওয়াশিংটন বলছে, গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) সিরিয়ায় থাকা তাদের পদাতিক বাহিনীর খুব কাছে চলে এসেছিল তুরস্কের অস্ত্রবাহী ড্রোনটি। কয়েকবার সতর্ক করার পরও সেটি সরে না যাওয়ায় এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সেটিকে ভূপাতিত করা হয়।

তবে আঙ্কারার দাবি, অভিযান পরিচালনার সময় ড্রোনটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

সিরিয়ায় সামরিক একাডেমিতে ড্রোন হামলায় নিহত বেড়ে ১০০

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোনে আলোচনার সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, তুরস্ক কুর্দি গ্রুপগুলোকে লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত রাখবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংকল্প অনুযায়ী ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চলবে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন দুই দেশের মধ্যে কার্যক্রমের মধ্যে ‘সমন্বয়’ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

কুর্দি হটাতে তুরস্কের সঙ্গে জোট রাশিয়ার

সিরিয়ায় কুর্দিশ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির সামরিক শাখা কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটের (ওয়াইপিজি) সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে তুরস্কের চোখে তারা বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.