সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধান আবু হুসেইন আল-কুরায়েশিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তুরস্ক।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ তথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটি তুর্ককে এরদোয়ান বলেন, স্থানীয় সময় শনিবার রাতে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির এক অভিযানে আইএস নেতা নিহত হয়।
গোয়েন্দা সংস্থা এমআইটি দীর্ঘদিন ধরে সিরিয়ায় কুরায়েশির গতিবিধির ওপর নজর রাখছিল বলেও উল্লেখ করেন তুরস্কের প্রেসিডেন্ট।
তবে তুরস্কের গোয়েন্দা সংস্থার এই অভিযান সম্পর্কে আইএসের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।
এ ছাড়া বিবিসিও নিরপেক্ষভাবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি।
গত হেমন্তে পূর্বসূরিকে হত্যার পর থেকে আবু হুসেইন আল-কুরায়েশি সিরিয়ায় ইসলামিক স্টেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।