সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন প্রশাসনের ২৭০ কর্মকর্তা

0
177
জনপ্রশাসন মন্ত্রণালয়

সিনিয়র স্কেলে (সিনিয়র সহকারী সচিব) পদোন্নতি পেলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭০ কর্মকর্তা। এই পদোন্নতির ফলে তাঁরা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে বেতন–ভাতা পাবেন। এই গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ আছে।

আজ বুধবার এই পদোন্নতির বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণদের সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা একটি প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া ২৬৮ জন সিনিয়র সহকারী সচিবের বিষয়ে বলা হয়েছে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর ই–মেইলে যোগদান করবেন। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন। আর সিনিয়র স্কেলে পদোন্নতি পাওয়া অপর দুজন শিক্ষা ছুটি বা লিয়েন রয়েছেন। শিক্ষা ছুটি বা লিয়েন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর এই দুজনের পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.