সাংবাদিকদের কারণে রাষ্ট্রদূতেরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করেন’

0
165
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সাংবাদিকদের কারণে বিদেশি রাষ্ট্রদূতেরা বাংলাদেশের নানা অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করেন।’ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি দেশের ঢাকা দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন। বিবৃতিদাতা দেশগুলোর মধ্যে ইতালিও ছিল।

প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত রোম সফরে সরকারপ্রধান থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ে ওই বিবৃতি নিয়ে অসন্তোষ জানানো হয়েছে কিনা, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আমরা সেখানে এটা নিয়ে কিছু বলিনি। আমাদের ভদ্রতাজ্ঞান আছে। আপনি ময়লা নিয়ে আলাপ করবেন কেন। আর আপনারা সব সময় ময়লা খোঁজেন। আপনাদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে।’

 

 

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আপনাদের কারণে বিদেশি রাষ্ট্রদূতেরা অতি সক্রিয় রাষ্ট্রদূতগুলো বিভিন্ন রকমের অভ্যন্তরীণ বিষয়েও মাতব্বরি করেন। এটা আপনাদেরও কারণে।যেকোনোভাবে এটা একটা সংস্কৃতি তৈরি হয়েছে অনেক দিনের। এখন সময় এসেছে এটা বন্ধ করার।’ এর দায় কি রাজনীতিবিদদের নেই, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক দিন ধরে এটা তৈরি করেছেন। আমরা এ কালচারটা পছন্দ করি না।’

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের বক্তব্য বা হস্তক্ষেপ বন্ধে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কি না, জানতে চাইলে তিনি প্রধানমন্ত্রীর রোম সফরে ইউরোপে নিযুক্ত বাংলাদেশি দূতদের নিয়ে বৈঠকের কথা তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের রাষ্ট্রদূতের সঙ্গে একটা বৈঠক করেছি। সেখানে আমরা বলেছি, আমাদের দেশ সম্পর্কে অনেক দেশের জ্ঞান সীমিত। আমরা বিভিন্ন ইস্যুতে মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচনপ্রক্রিয়া, নির্বাচন কমিশন—এসব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ১০টি বিশেষ ব্রিফ তৈরি করেছি। আমরা বলেছি, আপনারা এটা শেয়ার করেন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.