লিবিয়ায় বাংলাদেশের ত্রাণ যাচ্ছে রাতে

0
96
লিবিয়ার দেরনা শহরে বন্যায় ভেসে যাওয়া কয়েকটি গাড়ি ভূমধ্যসাগরের তীরে আটকে আছে। ছবি: এএফপি

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ওষুধ ও ত্রাণসামগ্রী নিয়ে আজ বৃহস্পতিবার রাত আটটায় লিবিয়ার উদ্দেশে যাত্রা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া ত্রাণসামগ্রী হিসেবে থাকছে প্রয়োজনীয় শুকনা খাবার, পানি-বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ওষুধ। এছাড়াও সেনাবাহিনী থেকে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী পাঠানো হচ্ছে। বিমানটি আগামী ১৭ সেপ্টেম্বর ফিরে আসার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা এবং ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা ও সার্বিক সমন্বয়ে বাংলাদেশ সরকার এই জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.