রুশ প্রতিরক্ষামন্ত্রীকে নতুন ড্রোন, নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র দেখালেন উত্তর কোরিয়ার নেতা

0
121
প্রতিরক্ষা প্রদর্শনী পরিদর্শনের কিম জং-উন ও সের্গেই শোইগু

সফররত রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নতুন ড্রোন, নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র দেখিয়েছেন দেশটির নেতা কিম জং-উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে পিয়ংইয়ংয়ের সবচেয়ে নতুন ও সর্বাধুনিক অস্ত্রশস্ত্র দেখানো হয়েছে। এর মধ্যে ছিল বিশাল আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম), আগে দেখানো হয়নি—এমন সামরিক ড্রোন।

কিম জং-উন ও সের্গেই শোইগু আজ ‘অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শনী ২০২৩’ পরিদর্শন করেন বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়।

উত্তর কোরিয়ার নেতা ও রুশ প্রতিরক্ষামন্ত্রীর এই প্রতিরক্ষা প্রদর্শনী পরিদর্শনের বেশ কিছু ছবি প্রকাশ করেছে কেসিএনএ। ছবিতে দেখা যায়, তাঁরা বিশাল এই প্রতিরক্ষা প্রদর্শনী ঘুরে দেখছেন।

প্রদর্শনীর ছবিতে উত্তর কোরিয়ার বৃহত্তম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং-১৭ ও হোয়াসং-১৮ সলিড-ফুয়েল আইসিবিএম দেখা গেছে। এ ছাড়া নতুন সামরিক ড্রোনও দেখা যায়।

প্রদর্শনী পরিদর্শনকালে সের্গেই শোইগুকে কিম জং-উন বলেন, উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনার আওতায় এই অস্ত্রশস্ত্র-সরঞ্জাম উদ্ভাবন ও উৎপাদন করা হয়েছে।
কিম জং-উন বারবার বলেন, তাঁর দৃঢ় বিশ্বাস, রুশ সেনাবাহিনী ও জনগণ বড় সাফল্য অর্জন করবে।

উত্তর কোরিয়ার ‘বিজয় দিবস’ উদ্‌যাপনের অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে গেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম রাশিয়ার কোনো প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরিয়া সফর করছেন।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য মস্কোকে অস্ত্র সরবরাহ করেছে পিয়ংইয়ং। তবে এই অভিযোগ অস্বীকার করে উত্তর কোরিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.