ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রুয়ান্ডায় ১২৯ জন এবং উগান্ডায় ৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা আটকে পড়াদের সন্ধান করছে। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন রুয়ান্ডা সম্প্রচার সংস্থা জানিয়েছে, টানা কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে ঘরবাড়ি ভেসে যাচ্ছে এবং রাস্তা পানিতে ডুবে আছে।
রুয়ান্ডার উপ-সরকারি মুখপাত্র অ্যালেন মুকুরারিন্দা বলেন, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯ জনে।
রুয়ান্ডার পশ্চিম প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হ্যাবিটেগেকো বলেন, সৃষ্ট বন্যায় আটকা পড়া মানুষদের উদ্ধার করায় এখন প্রধান কাজ।
তিনি আরও জানান, কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
দেশটি রাষ্ট্রপতি পল কাগামে এক বিবৃতিতে জানিয়েছেন, সরকার এখন প্রধান কাজ হচ্ছে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা।
এদিকে উগান্ডা রেড ক্রস জানিয়েছে, রুয়ান্ডা সীমান্তের কাছে প্রতিবেশী উগান্ডার পার্বত্য এলাকায় স্থানীয় সময় বুধবার রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিসোরো জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন একই পরিবারের। উদ্ধার কর্মীরা মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে।