রাশিয়াসহ তিন দেশের ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা

0
79
ইইউর নিষেধাজ্ঞা

ইউক্রেন পরিস্থিতির জন্য ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন প্রশাসনকে দায়ী করে রাশিয়া, বেলারুশ এবং উত্তর কোরিয়ার ১৯৩ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞার একটি প্যাকেজের অনুমোদন দিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইইউ’র কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনের জেরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ইইউ’র রাষ্ট্রদূতরা নিষেধাজ্ঞার ১৩তম প্যাকেজের নীতিগুলো অনুমোদন করেছেন।’

যেসব প্রতিষ্ঠান-ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভ্রমণ এবং ব্যবসা বা অন্য কোনো কাজ করতে পারবেন না।

ইইউর একটি সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সবই রাশিয়ার সামরিক শিল্পখাতের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট।

সূত্রটি আরও জানিয়েছে, অভিযানরত রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন থেকে ৪ হাজারেরও বেশি শিশুকে রাশিয়ায় পাচারের অভিযোগ রয়েছে। ইইউ’র মতে, এটি পরিষ্কারভাবে যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত এবং নতুন এই নিষেধাজ্ঞা প্যাকেজের মূল কারণও এই অভিযোগ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.