যেখানে ‘থ্রি ইডিয়টস’, ‘ওপেনহেইমার’কে ছাড়িয়ে গেল ‘টুয়েলভথ ফেল’

0
75
‘থ্রি ইডিয়টস’, ‘ওপেনহেইমার’কে ছাড়িয়ে গেল ‘টুয়েলভথ ফেল’

শুধু ভারতই নয়, বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের কাছে এখনো পছন্দের সিনেমা ‘থ্রি ইডিয়টস’। সিনেমাটির হৃদয়ছোঁয়া গল্প এখনো দর্শকদের কাছে নতুন মনে হয়। আমির খান অভিনীত সেই সিনেমাকে এবার ছাড়িয়ে গেল সম্প্রতি আলোচিত ভারতের আরেক সিনেমা ‘টুয়েলভথ ফেল’। শুধু ‘থ্রি ইডিয়টস’ই নয়, গত বছর মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’কেও পেছনে ফেলেছে ‘টুয়েলভথ ফেল’।

চলচ্চিত্রবিষয়ক অনলাইন তথ্যভান্ডারের মধ্যে ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি) কোনো জুড়ি নেই। সিনেমার যেকোনো তথ্যের খোঁজে এই সাইটে সবচেয়ে বেশি ঢুঁ মারেন সারা দুনিয়ার মানুষ। সাইটটিতে ছবির ভালোমন্দ বিচার করে রেটিং দেওয়ারও ব্যবস্থা আছে। আইএমডিবির সেই রেটিংয়ের শীর্ষ ২৫০ সিনেমার মধ্যে এক শতে এত দিন ভারতের একমাত্র সিনেমা ‘থ্রি ইডিয়টস’ জায়গা পেয়েছিল।
সেই তালিকা যেন হঠাৎ করেই চমকে দিল ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি। এটি বর্তমানে ৬৭তম অবস্থানে রয়েছে। এক দিনের ব্যবধানে দুই ধাপ এগিয়েছে। সিনেমাটির রেটিং ৯.৩। ৬৩ হাজারের বেশি দর্শক সিনেমাটিকে ভোট দিয়েছেন। এ তালিকায় গত বছর মুক্তি পাওয়া আলোচিত হলিউড সিনেমা ‘ওপেনহেইমার’ রয়েছে ৭১তম স্থানে।

‘টুয়েলভথ ফেল’ সিনেমার পোস্টার। ছবি: আইএমডিবি
‘টুয়েলভথ ফেল’ সিনেমার পোস্টার। ছবি: আইএমডিবি

সিনেমাটির রেটিং ৮.৪। সিনেমাটিকে ৫ লাখ ৯১ হাজারের বেশি দর্শক ভোট দিয়েছেন।
অন্যদিকে এই শীর্ষ সিনেমার তালিকায় ‘থ্রি ইডিয়টস’ রয়েছে ৮৬ নম্বরে। সিনেমাটির রেটিং ৮.৪। সিনেমাটিকে ‘টুয়েলভথ ফেল’–এর চেয়ে অনেক বেশি দর্শক ভোট দিয়েছেন। দর্শকদের পছন্দের এই সিনেমা ভোট পেয়েছে ৪ লাখ ২৬ হাজার। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিকে ১ লাখ ৬০ হাজার দর্শক ১০–এ ১০ রেটিং দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে, ‘থ্রি ইডিয়টস’ সিনেমার অন্যতম চিত্রনাট্যকার ছিলেন বিধু বিনোদ চোপড়া। তিনিই নির্মাণ করেছেন ‘টুয়েলভথ ফেল’। সিনেমাটি ওটিটি মুক্তির পর বেশি আলোচনায় আসে।

‘থ্রি ইডিয়টস’ সিনেমার 
 পোস্টার। ছবি: আইএমডিবি
‘থ্রি ইডিয়টস’ সিনেমার পোস্টার। ছবি: আইএমডিবি

ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রামের গল্পে নির্মিত সিনেমা ‘টুয়েলভথ ফেল’ নিয়ে রীতিমতো বাংলাদেশের দর্শকদের মাঝেও হইচই পড়ে গেছে। পর্দায় মনোজের সংগ্রাম দেখে বহু দর্শক কেঁদেছেন, কেউ কেউ ইমোশনাল হয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

‘ওপেনহেইমার’ সিনেমার পোস্টার। ছবি: আইএমডিবি
‘ওপেনহেইমার’ সিনেমার পোস্টার। ছবি: আইএমডিবি

উল্লেখ্য, এর আগে আইএমডিবির শীর্ষে থাকা হলিউডের ‘দ্য শশাঙ্ক রিডাম্পশন’ সিনেমাকে পেছনে ফেলে দিয়েছিল ভারতের ‘জয় ভীম’ সিনেমা। ১ লাখের বেশি দর্শকের ভোটে তামিল সিনেমাটি ২০২১ সালে আইএমডিবির ১ নম্বরে চলে আসে। তবে ভারতের এই সিনেমা বেশি দিন এ তালিকায় জায়গা ধরে রাখতে পারেনি।
এই তালিকায় মুক্তির পর থেকে আইএমডিবির শীর্ষে জায়গা ধরে রেখেছে আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’। আইএমডিবির শীর্ষে রয়েছে ‘দ্য শশাঙ্ক রিডাম্পশন’। ২ নম্বরে রয়েছে ‘গডফাদার’ এবং ৩ নম্বরে ‘দ্য ডার্ক নাইট’। এ ছাড়া ১০০ নম্বরে রয়েছে ‘দ্য অ্যাপার্টমেন্ট’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.