 
নিজের অভিনয়জীবন নিয়ে নানা ধরনের স্বপ্নে মশগুল সাইয়ামি। নিজের ক্যারিয়ার নিয়ে কতটা সন্তুষ্ট? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, কোনো অভিনেতাই সন্তুষ্ট হন না। কারণ, একবার সন্তুষ্ট হয়ে গেলে আর কিছু করার থাকে না। আমি সেই একজন, যে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাই। নিজেকে একই ধাঁচে বেঁধে রাখতে চাই না।’
 
তিনি আরও বলেন, ‘আমি সত্যি কৃতজ্ঞ যে এখন পর্যন্ত আমার গায়ে কোনো তকমা লাগেনি। তবে অভিনয়জীবনের সবে ছয় বছর পার করেছি। এখনো অনেক পথচলা বাকি।’
 
সাইয়ামিকে পর্দায় শেষ দেখা গেছে ‘ফাড়ু’ ওয়েব সিরিজে। অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত সিরিজটিতে সাইয়ামির বিপরীতে ছিলেন পাভেল গুলাটি। সনি লিভের সিরিজে সবার নজর কেড়েছেন অভিনেত্রী। এবার তাঁকে দেখা যাবে আর বালকির ‘ঘুমের’ ছবিতে। এতে আরও আছেন অভিষেক বচ্চন।

 
            

















