ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধকালীন কমান্ডার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবায় রাষ্ট্রীয় মানবকল্যাণ খেতাবপ্রাপ্ত আল-মামুন সরকার (৬৬) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার সকাল পৌনে ৯টায় জেলা শহরের বাগানবাড়িতে তার শ্বশুরালয়ে ঘুমন্ত অবস্থায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
আল-মামুন সরকারের ব্যক্তিগত সহকারী আবদুস সোবহান পাঠান সোহাগ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা ঈদগাহ মাঠে নামাজে জানাজার সিদ্ধান্ত হলেও নামাজের সময় এখনো চূড়ান্ত হয়নি।
মৃত্যুর খবরে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ তার শ্বশুরালয়ে ভিড় করেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. সাখাওয়াৎ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা মৃত্যুর খবর পেয়ে এই বীর মুক্তিযোদ্ধাকে দেখতে যান।