যুক্তরাষ্ট্র সফরে কী করবেন মোদি

0
107
রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দিল্লি ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দিল্লি ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের এই সফরে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদি। এ ছাড়া যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির প্রযুক্তি বিনিময়ে একটি চুক্তি সইয়ের কথা রয়েছে দুই দেশের।

এ ছাড়া তিন দিনের এই সফরে মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন। রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। ব্যবসায়ীনেতাদের সঙ্গেও মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। যোগ দিবসের আয়োজনে যোগ দেবেন ভারতীয় প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় আগামী বৃহস্পতিবার মার্কিন সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদি। এর মধ্য দিয়ে তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দুবার মার্কিন পার্লামেন্টে ভাষণ দেওয়া নজির গড়বেন।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দুবার মার্কিন পার্লামেন্টে ভাষণ দেননি। এমনকি বিশ্বনেতাদের মধ্যেও এমন নজির বেশ কম। উইনস্টন চার্চিল, নেলসন ম্যান্ডেলার এমন নজির রয়েছে। তাই এর গুরুত্ব রয়েছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে দেশটি সফরে গেলেন মোদি। এর আগে বাইডেন ক্ষমতায় আসার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল তাঁর আমন্ত্রণে হোয়াইট হাউসে সফর করেছেন। রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন।

কাল আন্তর্জাতিক যোগ দিবস। এ উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদি। আগামী শুক্রবার ওয়াশিংটনে রোনাল্ড রিগান বিল্ডিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মোদির বৈঠক করার কথা রয়েছে।

মোদির আলোচনায় থাকছে বাংলাদেশ

নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর ঘিরে দেশটিতে বসবাসরত ভারতীয়রা বেশ উৎফুল্ল। নিউইয়র্কের টাইমস স্কয়ার, সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজসহ যুক্তরাষ্ট্রের ঐতিহ্যসমৃদ্ধ বিভিন্ন স্থাপনায় হাজারো ভারতীয় জড়ো হয়ে মোদিকে স্বাগত বার্তা দিয়েছেন।

সফর শুরুর প্রাক্কালে মোদি টুইটে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্য, চিন্তাবিদসহ অনেকেই আমার এবারের সফর নিয়ে তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন। আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। এমন সমর্থন ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা বাড়াবে।’

মোদির এবারের যুক্তরাষ্ট্র সফরে দুটি বড় চুক্তি সইয়ের বিষয়ে বেশ আলোচনা হচ্ছে। এর একটি ৩০০ কোটি ডলারের অত্যাধুনিক ‘এমকিউ-৯বি সি গার্ডিয়ান’ সশস্ত্র ড্রোন–সংক্রান্ত, অন্যটি ভারতে তৈরি ‘তেজস’ যুদ্ধবিমানের ইঞ্জিন নিয়ে, যা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে জেনারেল ইলেকট্রিকের সহায়তায় তৈরি হবে কর্ণাটকের রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডে (হ্যাল)।

যুক্তরাষ্ট্র থেকে ড্রোন কিনছে ভারত

নরেন্দ্র মোদি ভারতের তৃতীয় নেতা, যিনি কোনো মার্কিন প্রেসিডেন্টের সরাসরি আমন্ত্রণে হোয়াইট হাউসে সফরে যাচ্ছেন। এর আগে ১৯৬৩ সালের জুনে ভারতের সাবেক প্রেসিডেন্ট সর্বপল্লি রামকৃষ্ণন ও ২০০৯ সালের নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং রাষ্ট্রীয় সফরে হোয়াইট হাউসে গিয়েছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.