যুক্তরাষ্ট্রে গুলিতে ৪ জন নিহত

0
92
সোমবার রাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় সোমবার সন্ধ্যায় এলোপাতাড়ি গুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় দুই শিশু আহত হয়েছে। তাদের অবস্থা গুরুতর। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল এম. আউটল বলেন, কিংসেসিং এলাকার আশপাশে গুলির ঘটনার পরে একটি এআর-স্টাইলের রাইফেল, হ্যান্ডগান, বুলেটপ্রুফ ভেস্ট, ভেস্টে থাকা একাধিক গোলাবারুদসহ সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিহত চারজনের মধ্যে তিনজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। আরেকজনের বয়স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে এ ঘটনায় আটজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছিল।

বন্দুক সহিংসতা আর্কাইভের তথ্যানুসারে, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৩৩৯টি গণগুলির ঘটনা ঘটেছে। চার বা তার বেশি লোককে গুলি করা হলে একে গণগুলি বলা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.