আবদুল জলিলের মামাতো ভাই মোতাহার হোসেন বলেন, মেয়েকে স্কুলে দিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন আবদুল জলিল। একটি সংযোগ সড়ক থেকে তিনি শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কে প্রবেশ করেছিলেন। এ সময় শ্রীপুর অভিমুখী মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জলিল।
শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. তাজমুল করিম বলেন, মালবাহী ট্রাকটি শ্রীপুরের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। নিহত ব্যক্তি সাবেক সেনাসদস্য। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে আছে।