মাইশেলফ অ্যালেন স্বপন: ট্রেলারে রহস্যের হাতছানি

0
366
মিথিলা ও নাসির উদ্দিন খান

গত শনিবার রাতে মুক্তি পেয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’–এর ট্রেলার। একটি সংসারের কিছু খণ্ডচিত্র দিয়ে শুরু হয় ট্রেলার। ক্রমে জানা যায়, মাদক চোরাকারবারি অ্যালেন স্বপনের খবর। শুরুতে দেখা নাসির আর অ্যালেন স্বপন চরিত্রে নাসির কি একই ব্যক্তি? ট্রেলারে অবশ্য সে রহস্য খোলাসা করা হয়নি।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’–এ শায়লা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা
‘মাইশেলফ অ্যালেন স্বপন’–এ শায়লা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা ছবি : চরকির সৌজন্যে

ফেসবুক ও ইউটিউবে মুক্তির পর ১ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলারটি পছন্দ করেছেন দর্শকেরা। ইউটিউবে মন্তব্যের ঘরে এক দর্শক লিখেছেন, ‘সব মিলিয়ে অসাধারণ ট্রেলার, আশা করি, ভালো হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরাই আগুন।’ কেউ আবার ট্রেলারে অ্যালেন স্বপনরূপে হাজির হওয়া নাসির উদ্দিন খান আর আরেকটি চরিত্রে সুমন আনোয়ারের উপস্থিতির প্রশংসা করেছেন।

অ্যালেন স্বপন চরিত্রে দেখা যাবে নাসির উদ্দিন খানকে, ছবি : চরকির সৌজন্যে

এদিকে ট্রেলার মুক্তি উপলক্ষে শনিবার রাতে ভার্চ্যুয়ালি মিলিত হয়েছিলেন সিরিজের পাত্রপাত্রী ও কলাকুশলীরা।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’–এর একটি দৃশ্য
‘মাইশেলফ অ্যালেন স্বপন’–এর একটি দৃশ্যছবি : চরকির সৌজন্যে

চরকির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত সেই ভার্চ্যুয়াল আড্ডায় অংশ নেন নাসির উদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, আবদুল্লাহ আল সেন্টু, নির্মাতা শিহাব শাহীন প্রমুখ। ট্রেলার মুক্তির পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিহাব শাহীন বলেন, ‘আমি চেষ্টা করেছি, এখন দর্শক যা বলেন, তা–ই শিরোধার্য।’

সিরিজে শায়লা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। ট্রেলারে তাঁকে ঝগচরকির ফেসবুক পেজে সম্প্রচারিত সেই ভার্চ্যুয়াল আড্ডায় কথা বলেন নাসির উদ্দিন খানও।

‘সিন্ডিকেট’-এর পর এই সিরিজে আবার অ্যালেন স্বপন চরিত্রে ফিরে আসা বিষয়ে তিনি বলেন, ‘চরিত্রটি যেহেতু আগে করা ছিল, সেহেতু এবার একটু সহজ ছিল। তবে এবার চ্যালেঞ্জটা ছিল ভিন্ন, শুটিংটা হয়েছে পাহাড়-পর্বতের বিভিন্ন জায়গায়; শুটিংয়ের সময় পুরো টিমের জন্য চাপটা বেশি ছিল।’

স্পিন-অফ সিরিজের ক্ষেত্রে দর্শকের কৌতূহল থাকে নতুন গল্পটি মূল সিরিজের আগের নাকি পরের গল্প? সে প্রশ্নেরও উত্তর দেননি নির্মাতা, দর্শকদের অপেক্ষা করতে বলেছেন ঈদ পর্যন্ত।

ঈদে চরকিতে দেখা যাবে বিকাশ নিবেদিত চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, পাওয়ার্ড বাই গ্রামীণ ডিজিটাল হেলথ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.