রাশিয়ার রাজধানী মস্কোতে আজ শুক্রবার (১৮ আগস্ট) ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোনটি একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। রাশিয়া বলেছে, তারা গুলি করে ড্রোনটি বিধ্বস্ত করেছে। মস্কোর বেসামরিক সব বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে।
মস্কোর চারটি প্রধান বিমানবন্দর ভুনোকোভো, দোমোদেদোভো, শেরেমেত্রিয়েভো ও ঝুকভস্কিতে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরে উড়োজাহাজ চলাচল আবার চালু হয়েছে।
রাশিয়ার বিমান পরিবহন সংস্থা বলেছে, সাতটি ফ্লাইট বিকল্প বিমানবন্দর দিয়ে চলাচল করেছে।
ওই এলাকায় থাকা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বিকট শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। রয়টার্সের ছবিতে জরুরি বিভাগের কর্মীদের ড্রোন হামলায় বিধ্বস্ত অনাবাসিক ভবনটির ক্ষতিগ্রস্ত ছাদ পরিদর্শন করতে দেখা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মস্কোর মেয়র সের্গেই সোবানিন বলেছেন, আজ ভোরে রাশিয়ার বিমান প্রতিরক্ষাবাহিনী ইউক্রেনের ড্রোনটি বিধ্বস্ত করে। এটি মস্কোর এক্সপো সেন্টার কমপ্লেক্সের অনাবাসিক একটি ভবনের ওপর পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্রেমলিন থেকে পাঁচ কিলোমিটার দূরেই এক্সপো সেন্টারটি অবস্থিত। এখানে প্রদর্শনীর প্যাভিলিয়ন এবং নানা কাজে ব্যবহার হয়, এমন বেশ কয়েকটি হল আছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কোর সময় ভোর চারটায় কিয়েভ সরকার চালকবিহীন একটি যান ব্যবহার করে আরেকটি সন্ত্রাসী হামলা চালায়। তবে এ ব্যাপারে কিয়েভ কোনো মন্তব্য করেনি।
মে মাসের শুরুতে ক্রেমলিনে ড্রোন বিধ্বস্ত করার পর থেকে রাশিয়ার ভেতরে ড্রোন হামলা বেড়েছে।
প্রায় ১৮ মাস ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার কথা কোনো পক্ষই স্বীকার করেনি।