মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৩২

0
108
মরক্কোতে ভূমিকম্পে বিধ্বস্ত একটি গাড়ি, ছবি: রয়টার্স

মরক্কোতে গতকাল শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৩২ জনে পৌঁছেছে। আহত হয়েছে কমপক্ষে ৩২৯ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির স্থানীয় টিভি চ্যানেল এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১১টা ১১ মিনিটে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।

প্রথম ভূমিকম্পটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন (পরাঘাত) হয়। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উচ্চ অ্যাটলাস পর্বতমালা।

মরক্কোর মারাকেচে ভূমিকম্পে বিধ্বস্ত একটি এলাকা। স্থানীয় টেলিভিশনের ভিডিও ফুটেজ থেকে ছবিটি নেওয়া
মরক্কোর মারাকেচে ভূমিকম্পে বিধ্বস্ত একটি এলাকা। স্থানীয় টেলিভিশনের ভিডিও ফুটেজ থেকে ছবিটি নেওয়া, ছবি: রয়টার্স

দেশটির চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই পর্বতমালার অবস্থান। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারাকেশসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকার লোকজন ভূমিকম্পে নিহত হয়েছেন।

মরক্কোতে ভূমিকম্পে বিধ্বস্ত একটি গাড়ি
মরক্কোতে ভূমিকম্পে বিধ্বস্ত একটি গাড়ি, ছবি: রয়টার্স

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বেশির ভাগ প্রাণহানি ঘটেছে পাহাড়ি এলাকায়, যেখানে দ্রুত পৌঁছানোটা কঠিন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তথ্যানুসারে, ভূমিকম্পে মারাকেশ, আল-হাউস, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া, তারউদান্ত এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.