বড় কর্মকর্তাদের বড় গাড়ি, বড় বাড়িতে পরিবর্তন আনতে হবে: পরিকল্পনামন্ত্রী

0
121
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ব্যয়ের ক্ষেত্রে সরকার এখন কৃচ্ছ্রতার মধ্য দিয়ে যাচ্ছে। বড় কর্মকর্তাদের বড় গাড়ি, বড় বাড়ি—এসব জায়গায়ও পরিবর্তন আনতে হবে।

আজ সোমবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আইএমএফের সময়কালে অসুবিধাগ্রস্ত মানুষের কথা জাতীয় বাজেটে কীভাবে প্রতিফলিত হতে পারে’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল এতে সভাপতিত্ব করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, এগুলো (বড় কর্মকর্তার বড় গাড়ি, বড় বাড়ি) ব্রিটিশ আমলে প্রয়োজন ছিল। এসব সুবিধা না পেলে কর্মকর্তারা এ দেশে আসতে চাইতেন না।

এম এ মান্নান বলেন, প্রণোদনার নামে উম্মাদনা থেকে বেরিয়ে আসতে হবে। ভর্তুকির বোতলে দুধ খেয়ে যারা অভ্যস্ত তারা বোতল ছাড়তে চান না। মা হিসেবে সরকার বোতল ছাড়ানোর চেষ্টা করছে।

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে। তারপরও সরকার হুন্ডির কাছে হেরে যাচ্ছে।

রিজার্ভ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ৩০ বিলিয়ন ডলার রিজার্ভ মন্দ নয়। এই রিজার্ভ দিয়ে আগামী ৪ থেকে ৫ মাসের খাদ্য আমাদানি ব্যয় মেটানো সম্ভব।

তিনি আরও বলেন, রিজার্ভ বাড়বে, কমবে—এটাই স্বাভাবিক। ইদানীং পরিমাণটা বেড়ে গিয়েছিল, তাই চোখে পড়েছে বেশি। আগে তো কেউ খবরও রাখতেন না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.