আট বছর পর জাতীয় দলে ফিরেছেন রনি তালুকদার। টি-২০ দলে জায়গা পাকা করার মতো ব্যাটিংও এরই মধ্যে দেখিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ভালো শুরু দিয়েছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন।
এর আগে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৩২ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার রান করে দলে ফিরতে কঠোর অনুশীলনের পাশাপাশি টেকটিকে কিছু পরিবর্তন এনেছেন। দেশের স্বনামধন্য কোচ সারওয়ার ইমরানের সঙ্গে কাজ করেছেন তিনি।
এই কামব্যাকের পথে ‘সারওয়ার স্যারকে’ কৃতিত্ব দিয়েছেন রনি তালুকদার। কোচ সারওয়ারও জানিয়েছেন রনির ব্যাটিং স্ট্যান্স, হেড পজিশন ও শট নিয়ে কাজ করার কথা।
সংবাদ মাধ্যম ক্রিকবাজকে সারওয়ার বলেছেন, ‘রনি কয়েক বছর ধরেই আমার সঙ্গে কাজ করছে। হাতে প্রায় সব শট থাকলেও আগে ওর নিজের প্রতি বিশ্বাস কম ছিল। সে যে ভালো ক্রিকেটার, আমি তাকে এই বিশ্বাস দেওয়ার চেষ্টা করেছি।’
কোচ সারওয়ার বলেন, ‘স্ট্যান্স নেওয়ার সময় আগে ওর মাথার পজিশন নিজের দিকে থাকতো। আমি ওর মাথার পজিশনটা উপরের দিকে নেওয়ার পরামর্শ দেই। এতে করে সে স্ট্রেইট ডেলিভারি এবং ড্রাইভ ভালো খেলতে শুরু করে। আগে সে সোজা খেলতো না, মাথার অবস্থানের কারণে লেগ সাইডে বেশি খেলতো।’
সারওয়ার জানিয়েছেন, আগে রনির মাথার অবস্থান থাকতো অফ স্টাম্পের ওপর। এতে করে অফ সাইডে শট খেলতে তার সমস্যা হতো। মাথার অবস্থান ঠিক হওয়ায় দুই দিকেই এখন সমানে খেলতে পারেন এই ব্যাটার। এছাড়া আগে সোজা বল তুলে খেলতেন রনি। এখন যেটা সহজে ড্রাইভ খেলতে পারেন ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।
সারওয়ার বলেন, ‘আগে থেকেই রনি কাট এবং পুল শট ভালো খেলতো। মাথার অবস্থান বদলে এখন সে স্ট্রেইট ড্রাইভ এবং অন ড্রাইভ নির্ভরতার সঙ্গে খেলতে পারে। বলটাও এখন সে ভালো দেখতে পায়। এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে সে কাজ করেছে।’
এর বাইরে রনি কিছু মানসিক পরিবর্তন আনার কথা বলেছেন, ‘আগে প্রতি বলে রান করার, প্রতি বলে শট খেলার প্রবণতা ছিল। যে কারণে আউট হওয়ার বেশি সম্ভাবনা তৈরি হতো এবং ব্যর্থও হতাম। এখন ওই সমস্যা নেই। এখন আমি বুঝি, পাওয়ার প্লেতে রান না পেলে যদি ১০-১৫ ওভার খেলতে পারি তাহলে ওটা পূরণ করতে পারবো।’