বৈরী আবহাওয়ায় পাকিস্তানের আকাশসীমায় ইন্ডিগোর ফ্লাইট

0
119
জম্মুগামী ইন্ডিগোর একটি ফ্লাইট

ভারতের শ্রীনগর থেকে জম্মুগামী ইন্ডিগোর একটি ফ্লাইট রোববার বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত রুট ছেড়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছিল। ফ্লাইটটি পরে ভারতের পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে।

এক কর্মকর্তার বরাত দিয়ে এনএনআই’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই কর্মকর্তা জানান, ইন্ডিগো ৬ই-২১২৪ ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছিল। পরে রুট বদলে ফ্লাইটটি অমৃতসরে পাঠানো হয়।

ওই কর্মকর্তা জানান, বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের আগে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফ্লাইটের পরিস্থিতি সম্পর্কে অবহিত করে। পরে ফ্লাইটটির রুট পরিবর্তন করে অমৃতসরে পাঠানোর ক্ষেত্রে জম্মু ও লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সহযোগিতা দেয়।

এর আগে, চলতি মাসের শুরুতেও এ ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেবার অমৃতসর থেকে আহমেদাবাদগামী ইন্ডিগোর একটি ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.