বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

0
116
বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া বইগুলো। ছবি-সংগৃহীত

বিশ্ব সাহিত্যে সম্মানজনক ম্যান বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়েছে। এতে স্থান পেয়েছে ৬টি বই।

আজ মঙ্গলবার বুকারের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, আর্জেন্টিনার সেলভা আলমাদার লেখা ও অ্যানি ম্যাকডারমটের অনুবাদ করা ‘নট আ রিভার’ বইটি সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে। এ ছাড়া জার্মান খ্যাতিমান লেখক জেনি এরপেনবেক স্থান পেয়েছেন তাঁর কায়রোস উপন্যাসের জন্য। এটি অনুবাদ করেছেন মাইকেল হফম্যান।

অন্যান্য বইগুলো হলো, ব্রাজিলের ইটামার ভিয়েরা জুনিয়রের লেখা ও জনি লরেঞ্জের অনুবাদে ‘ক্রুকড প্লো’। দক্ষিণ কোরিয়ার হোয়াং সোক-ইয়ংয়ের লেখা ‘ম্যাটার ২-১০’, বইটি অনুবাদ করেছেন সোরা কিম-রাসেল ও ইয়ংজাই জোসেফাইন; নেদারল্যান্ডের জেন্টে পোস্টহুমার লেখা ও সারাহ টিমার হার্ভের অনুবাদে ‘হোয়াট আই উড র‍্যাদার নট থিঙ্ক অ্যাবাউট’; সুইডেনের ইয়া জেনবার্গের লেখা ও কাইরা ইউসেফসন অনূদিত ‘দ্য ডিটেইলস’।

২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের ইংরেজিতে অনূদিত ও যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বইগুলো এই পুরস্কারের জন্য বিবেচিত হয়। পুরস্কারের আর্থিক মূল্য ৫০ হাজার পাউন্ড, যা লেখক ও অনুবাদক উভয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।

আগামী ২১ মে লন্ডনের টেট মডার্নে আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৪ এর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.