বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে পরিণীতি; তামান্না, মালাইকাসহ আরও যাঁরা হাঁটলেন র‍্যাম্পে

0
173
পরিণীতি চোপড়া

গত ২৪ সেপ্টেম্বর রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি চোপড়া। বিয়ের পর কয়েকবার তাঁকে স্বামীর সঙ্গে বিমানবন্দরে দেখা গেলেও প্রথমবার কোনো অনুষ্ঠানে হাজির হলেন তিনি। উপলক্ষ একটি ফ্যাশন শো। সেখানে ছিলেন অন্য তারকারাও। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সে গল্প—

চলছে ল্যাকমে ফ্যাশন উইক। এ আয়োজনে ছিলেন অভিনেত্রী দিশা পাটানি। যেকোনো ফ্যাশন উইকে আবেদনময়ী রূপে হাজির হয়ে নজর কাড়েন তিনি, ব্যতিক্রম ছিল না এবারও। ছবি: ইনস্টাগ্রাম থেকে
চলছে ল্যাকমে ফ্যাশন উইক। এ আয়োজনে ছিলেন অভিনেত্রী দিশা পাটানি। যেকোনো ফ্যাশন উইকে আবেদনময়ী রূপে হাজির হয়ে নজর কাড়েন তিনি, ব্যতিক্রম ছিল না এবারও। ছবি: ইনস্টাগ্রাম থেকে

পার্ল হোয়াইট শাড়ি, হাতে চূড়া আর সিঁথিতে উজ্জ্বল লাল সিঁদুর—এ বেশেই ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে ধরা দিলেন বলিউডের নববধূ পরিণীতি চোপড়া। বিয়ের পর এই প্রথম জনসমক্ষে তিনি। পরিণীতিকে র‍্যাম্পে দুই ডিজাইনারের সঙ্গে নাচ করতেও দেখা গেছে। ফেবিনার শো স্টপার হিসেবে মঞ্চে আলো ছড়িয়েছিলেন এই নায়িকা। পরিণীতি কুরবত কালেকশনের শাড়ি পরে র‍্যাম্পে হেঁটেছিলেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
পার্ল হোয়াইট শাড়ি, হাতে চূড়া আর সিঁথিতে উজ্জ্বল লাল সিঁদুর—এ বেশেই ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে ধরা দিলেন বলিউডের নববধূ পরিণীতি চোপড়া। বিয়ের পর এই প্রথম জনসমক্ষে তিনি। পরিণীতিকে র‍্যাম্পে দুই ডিজাইনারের সঙ্গে নাচ করতেও দেখা গেছে। ফেবিনার শো স্টপার হিসেবে মঞ্চে আলো ছড়িয়েছিলেন এই নায়িকা। পরিণীতি কুরবত কালেকশনের শাড়ি পরে র‍্যাম্পে হেঁটেছিলেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ফ্যাশন শোর আরেক নিয়মিত মুখ মালাইকা অরোরা। তিনিও আলো ছড়িয়েছেন আয়োজনের চতুর্থ দিনে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
ফ্যাশন শোর আরেক নিয়মিত মুখ মালাইকা অরোরা। তিনিও আলো ছড়িয়েছেন আয়োজনের চতুর্থ দিনে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

 ছিলেন এই সময়ের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়াও। ছবি: ইনস্টাগ্রাম থেকে
ছিলেন এই সময়ের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়াও। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ফ্যাশন উইকে জাহ্নবী কাপুরের উপস্থিতিও আলোচিত হয়। তাঁর র‍্যাম্পে হাঁটার ছবি ও ভিডিও আলোচিত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
ফ্যাশন উইকে জাহ্নবী কাপুরের উপস্থিতিও আলোচিত হয়। তাঁর র‍্যাম্পে হাঁটার ছবি ও ভিডিও আলোচিত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.