বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন গৌতম আদানি। কয়েকদিন আগেও ৪ নম্বরে উঠে এসেছিলেন তিনি। কিন্তু মার্কিন সংস্থার রিপোর্টের পরেই পতন ঘটেছে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার। আর শেয়ার বাজারে সেই পতনের ফলেই নড়ে গিয়েছে গৌতম আদানির মোট সম্পদের অঙ্ক। ব্লুমবার্গ বিলিয়নেয়ার লিস্টে প্রথম ১০-এর বাইরে চলে গেলেন গৌতম আদানি। খবর ব্লুমবার্গের
ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের মালিকানাধীন সাতটি তালিকাভুক্ত কোম্পানির শেয়ারদর কমেছে। গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের এক প্রতিবেদনের পর আদানি গ্রুপের শেয়ারের দর এক দিনেই এতটা পড়ে যায়। তাতে এক দিনেই গ্রুপটির বাজার মূলধন ১০ দশমিক ৮ বিলিয়ন ডলার বা ১ হাজার ৮০ কোটি ডলার কমে যায়।
এদিকে ব্লুমবার্গ রিয়েল টাইম লিস্ট বলছে, ১১ নম্বর স্থানে রয়েছে গৌতম আদানি। তার ঠিক পরেই রয়েছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি।
বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে আদানি খুব শীঘ্রই দেশের ধনীতম ব্যক্তির মুকুটও হারাতে পারেন।