বিদ্যুৎ উৎপাদন ঘণ্টায় ২০৩ মেগাওয়াট, কাপ্তাই লেকের পানি টইটম্বুর

0
98
কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র

রাঙামাটি কাপ্তাই লেক ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতে লেকের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ঘণ্টায় ২০৩ মেগাওয়াট। সপ্তাহজুড়ে দফায় দফায় লেক সংলগ্ন এলাকায় ভারী বর্ষণ হওয়ায় লেকে পানি এখন টইটম্বুর অবস্থায় আছে।

আজ সোমবার সকালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে ঘণ্টায় ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি আরও বলেন, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই লেকে পানি থাকার কথা ৯৯ দশমিক ৬৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। তবে লেকে এখন পানি আছে ১০৫ দশমিক ৮৮ ফুট এমএসএল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

প্রসঙ্গত, কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.