রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংক এলাকায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আজ শনিবার বেলা আড়াইটার পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, ইটপাটকেল নিক্ষেপ চলছে। পুলিশ সেখানে কাঁদানে গ্যাস ছুড়েছে।
এর আগে কাকরাইল মোড়ে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া একটার দিকে আগুন দেওয়া হয়েছে। সেখানে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে রাখা গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। সেই সংঘর্ষ বিজয়নগরেও ছড়িয়েছে।

ঘটনাস্থল থেকে জানা যায়, সকালে বিজয় নগরে ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সমাবেশ ছিল। সমাবেশের পরেই বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের এই এলাকায় সংঘর্ষ শুরু হয়।
রাজধানীর নয়াপল্টনে আজ বেলা দুইটার দিকে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। সমাবেশস্থলে কাঁদানে গ্যাস ও বিকট শব্দের পর মঞ্চ ছেড়ে চলে যান নেতারা। একই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকেও আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে।


















