‘বিগ বস’-এর স্টুডিও থেকে থেকে ‘দেবদাস’, ‘লগান’ সিনেমার আর্ট ডিরেক্টরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
108
‘বিগ বস’, নীতীন চন্দ্রকান্ত দেশাই চারবার জাতীয় পুরস্কার লাভ করেছেন

বলিউডে আবার শোকের ছায়া। মারা গেছেন তারকা আর্ট ডিরেক্টর ও প্রোডাকশন ডিজাইনার নীতীন চন্দ্রকান্ত দেশাই। তিনি আজ বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।

নীতীন চন্দ্রকান্ত দেশাই চারবার জাতীয় পুরস্কার লাভ করেছেন, ইনস্টাগ্রাম

জানা গেছে, করজাতের এনডি স্টুডিওজ থেকে নীতীন দেশাইয়ের ঝুলন্ত মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে। মুম্বাই শহর থেকে সড়কপথে ৯০ মিনিট লাগে এই স্টুডিওতে যেতে। করজাতের এই স্টুডিওর মালিক তিনি নিজেই। বলিউডের সুপরিচিত এই আর্ট ডিরেক্টরের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়েছে। বলিউড তারকারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। নীতীন তাঁর জন্মদিনের মাত্র কয়েক দিন আগে পৃথিবী থেকে বিদায় নিলেন। ৯ আগস্ট তাঁর জন্মদিন। এদিন তিনি ৫৮-তে পা দিতেন। আত্মহত্যার মতো চরম পথ কেন নীতীন বেছে নিলেন, এ ব্যাপারে এখানো কিছু জানা যায়নি।

নীতীন দেশাই তাঁর ২০ বছরের ফিল্মি ক্যারিয়ারে সঞ্জয় লীলা বানসালি, বিধু বিনোদন চোপড়া, আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানির মতো তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।

শাহরুখ খানের সঙ্গে নীতীন চন্দ্রকান্ত দেশাই
শাহরুখ খানের সঙ্গে নীতীন চন্দ্রকান্ত দেশাই, ইনস্টাগ্রাম

শিল্পপরিচালনার জন্য তিনি চারবার জাতীয় পুরস্কার লাভ করেছেন। অসংখ্য ব্লকবাস্টার হিন্দি ছবির নেপথ্য নায়ক ছিলেন নীতীন দেশাই। ‘লগান’, ‘১৯৪২ আ লাভ স্টোরি’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’-এর মতো আরও অনেক ছবির জমকালো সেট নির্মাণ করেছিলেন তিনি।

তাঁর শেষ কাজ ছিল পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পানিপথ’ ছবির আর্ট ডিরেক্টর ছিলেন নীতীন। ২০০৫ সালে তিনি করজাতে এনডি স্টুডিও নির্মাণ করেন। ৫২ একর জমির ওপর নির্মিত এই স্টুডিওতে অসংখ্য ছবির সেট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘যোধা আকবর’।

নীতীন চন্দ্রকান্ত দেশাই
নীতীন চন্দ্রকান্ত দেশাই, ইনস্টাগ্রাম

শুধু ছবি নয়, ‘বিগ বস’-এর মতো রিয়েলিটি শো-এর আসর বসেছিল এই এনডি স্টুডিওতে। ২০০৩ সালে প্রযোজক হিসেবে নীতীনের অভিষেক হয়। ছায়াছবি ছাড়া মারাঠি এবং হিন্দি ধারাবাহিক প্রযোজনা করেছেন তিনি। নীতীন ‘হ্যালো জয় হিন্দ’, ‘অজিনথা’সহ বেশ কিছু ছবি পরিচালনা করেছেন।

নীতীন চন্দ্রকান্ত দেশাই
নীতীন চন্দ্রকান্ত দেশাই, ইনস্টাগ্রাম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.