বিএনপি ভোটে এলে ভালো, না এলে আরও ভালো

0
183
শান্তি সমাবেশের মঞ্চে আওয়ামী লীগের নেতারা

ঢাকায় বিরোধী দল বিএনপির সমাবেশের পাল্টা সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সমাবেশে এ পর্যন্ত যাঁরা বক্তব্য দিয়েছেন, তাঁরা বিএনপির উদ্দেশে বলেছেন, তারা ভোটে এলে ভালো, না এলে আরও ভালো।

আজ বুধবার বেলা তিনটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে আয়োজিত শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতারা বক্তৃতা রাখছেন।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেছেন, বিএনপির পরাজয় হবে সুনিশ্চিত। তারা ভোটে এলে ভালো, না এলে আরও ভালো। ষড়যন্ত্র করলে সমুচিত জবাব দেওয়া হবে।

‘বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে এই শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য হাবিব হাসান বলেন, ‘সন্ত্রাসী দল বিএনপি। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।’

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষককে হত্যা করে। নারীরা ধর্ষিত হয়।‌ মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না।

সমাবেশে বক্তব্য দিয়েছেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ, যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, ঢাকা জেলার সভাপতি বেনজির আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

সমাবেশের সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.