এক দফার আন্দোলনে সংহতি এবি পার্টির, শুক্রবার বিক্ষোভের ঘোষণা

0
139
রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন

বর্তমান সরকারের পদত্যাগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল-জোটের এক দফা আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। পাশাপাশি তারা আগামী শুক্রবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন গ্রহণযোগ্য নির্বাচনের দাবির প্রতি তাঁর দল সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে এবি পার্টি রাষ্ট্র মেরামতের রূপরেখা নির্ধারণ করে তা বাস্তবায়নে সব দলের ঐকমত্য প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। তিনি এক দফা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ১৪ জুলাই (শুক্রবার) রাজধানীতে বিক্ষোভসহ আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, শুক্রবার বেলা তিনটায় রাজধানীর বিজয়নগরে এবি পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে।

মজিবুর রহমান বলেন, এবি পার্টি আগামী শনিবার ইউরোপীয় ইউনিয়নের সফররত প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে তারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় নির্বাচনকালীন সরকারের ব্যাপারে জোর দেবে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম। সংবাদ সম্মেলনে এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.