প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নিজের গঠনতন্ত্র নিজে ভঙ্গ করছে। তার (বিএনপির) গঠনতন্ত্রে আছে যে, সাজাপ্রাপ্ত আসামি দলের নেতা হতে পারে না। অথচ এখন গঠনতন্ত্র ভঙ্গ করে বিএনপি সাজাপ্রাপ্ত আসামিকে নিজের নেতা বানিয়ে রেখেছে। এই দলের কাছে কী আশা করবেন?
সদ্য সমাপ্ত কাতার সফর নিয়ে আজ সোমবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, এরা রাজনীতির কী জানে? রাজনীতির মাধ্যমে তো তাদের জন্ম না। বিএনপির জন্মই হয়েছে অস্ত্র হাতে নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে। বিএনপির কাজই হচ্ছে লুটপাট করা।
শেখ হাসিনা বলেন, বিএনপি, খালেদা জিয়া ও তার ছেলেদের লুটপাটের কথা কিন্তু আমাদের না, এটি আমেরিকার এফবিআই খুঁজে বের করেছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে। তাদের পাচার করা ৪০ কোটি টাকা উদ্ধার করে বাংলাদেশ ফেরত এনেছে।
গত ৮ মার্চ প্রধানমন্ত্রী কাতার সফর শেষে দেশে ফেরেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ কাতার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
সফরকালে প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাতার থেকে এলএনজি আমদানি, প্রবাসী শ্রমিকদের ইস্যুসহ দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলাপ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেইখা মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি।