বাফটা অ্যাওয়ার্ডস ২০২৪: যারা এবার বাজিমাত করলেন

0
66
৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ড

বাংলাদেশ সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোরবেলায় লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল ৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডেসের আসর। এবার সর্বোচ্চ মনোনয়ন পেয়েছিল ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘ওপেনহেইমার’। এ আসরে সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতে বাজিমাত করেছে সিনেমাটি।

চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে কারা জিতেছেন এবারের বাফটা অ্যাওয়ার্ডস—

সেরা ব্রিটিশ সিনেমা: দ্য জোন অব ইনস্টারেস্ট
সেরা সিনেমা: ওপেনহেইমার
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান, ওপেনহেইমার

সেরা অভিনেতা: কিলিয়ান মার্ফি, ওপেনহেইমার
সেরা অভিনেত্রী: এমা স্টোন, পুওর সিংস

সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহেইমার
সেরা পার্শ্ব অভিনেত্রী: ডা’ভিন জয় র‍্যানডলফ, দ্য হোল্ডকভারস

সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহেইমার
সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অব আ ফল
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: আমেরিকান ফিকশন
সেরা অ্যানিমেটেড সিনেমা: দ্য বয় অ্যান্ড দ্য হিরন

সেরা ভিজ্যুয়াল এফেক্ট: পুওর থিংস
সেরা বিদেশি ভাষার সিনেমা: দ্য জোন অব ইনস্টারেস্ট
সেরা প্রামাণ্যচিত্র: ২০ ডেজ ইন মারিওপোল’

সেরা সম্পাদনা: ওপেনহেইমার
সেরা সাউন্ড: দ্য জোন অব ইনস্টারেস্ট
সেরা রূপসজ্জা: পুওর সিংস
সেরা উদীয়মান তারকা: মিয়া ম্যাককেনা বুশ

 

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.