চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম ফারিহা আখতার। সে একই এলাকার মো. আবছারের মেয়ে।
শিশুটির স্বজন সূত্রে জানা যায়, আজ দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল ফারিহা আখতার। খেলার এক ফাঁকে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় ফারিহা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে ফারিহাকে ভেসে থাকতে দেখেন। দ্রুত শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।