যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলেতে গতকাল শনিবার তিন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছেন শ্বেতাঙ্গ এক বন্দুকধারী। এরপর ওই বন্দুকধারী আত্মহত্যা করেন।
শেরিফ টিকে ওয়াটারস বলেছেন, বন্দুকধারীর বয়স ২০ বছরের মতো। তিনি আত্মঘাতী বন্ধনী (ভেস্ট) পরেছিলেন। তাঁর হাতে এআর-রাইফেল ও হ্যান্ডগান ছিল। ডলার জেনারেল নামে একটি দোকানে ঢুকে তিনি গুলি চালাতে শুরু করেন।
ওই শেরিফ আরও বলেন, বন্দুকধারীর লক্ষ্য ছিলেন কৃষ্ণাঙ্গরা। এটা খুব স্পষ্ট, তাঁদেরই তিনি গুলি করে হত্যা করতে চেয়েছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
টিকে ওয়াটারস এক সংবাদ সম্মেলনে বলেছেন, শ্বেতাঙ্গ ওই বন্দুকধারী বর্ণবাদী ছিলেন। কৃষ্ণাঙ্গদের প্রতি তাঁর বিদ্বেষ ছিল। ঘৃণা থেকেই বন্দুকধারী এ রকম হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
জ্যাকসনভিলেতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) বিশেষ এজেন্ট ঘৃণ্য অপরাধ হিসেবে এই গুলির ঘটনার তদন্ত করবেন বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। বেশির ভাগ আমেরিকান আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন চান। তবে দেশটির আইনপ্রণেতারা এমন আইন পাসে নারাজ।
এএফপি