ফ্রান্সের আইফেল এক্সিলেন্স স্কলারশিপ, মাসে ১৪০০ ইউরো–বিমান টিকিট–স্বাস্থ্য বিমা–আবাসন

0
113
বৃত্তি

আইফেল এক্সিলেন্স স্কলারশিপ ফ্রান্সের ইউরো অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের জন্য এই আইফেল এক্সিলেন্স স্কলারশিপ। আইফেল এক্সিলেন্স স্কলারশিপে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের আবেদন কেবল ফরাসি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় জমা দিতে।

আইফেল এক্সিলেন্স স্কলারশিপ শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা অর্জনের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেয়। ইন্টার্নশিপে ইচ্ছুক শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠান থেকে আবেদনের মাধ্যমে একটি চুক্তি সম্পন্ন করতে হয়।

যেসব বিষয়ে বৃত্তির সুযোগ রয়েছে

দুটি মূল ক্ষেত্রের মধ্যে আইফেল এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামে মোট সাতটি বিষয় রয়েছে।

  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জীববিজ্ঞান এবং স্বাস্থ্য
  • ইকোলজিক্যাল ট্রানজিশন
  • গণিত এবং ডিজিটাল
  • প্রকৌশলবিজ্ঞান
  • মানবিক ও সামাজিক বিজ্ঞানের জন্য
  • ইতিহাস, ফরাসি ভাষা এবং সভ্যতা
  • আইন ও রাষ্ট্রবিজ্ঞান
  • অর্থনীতি এবং ব্যবস্থাপনা

এ বৃত্তির সুবিধাসমূহ

  • আইফেল প্রোগ্রামের বৃত্তিতে টিউশন ফি মিলবে না। এ বৃত্তিতে শিক্ষার্থীদের সর্বোত্তম আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হয়।
  • সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ফরাসি সরকারের বৃত্তিধারী হিসেবে তালিকাভুক্তি ফি থেকে অব্যাহতি পায়।
  • মাস্টার্স: আইফেল স্কলারশিপে মাসে ভাতা ১ হাজার ১৪১ ইউরো (বুধবার বিকেলের হিসাবে ১ ইউরো সমান ১১৭ টাতা ৮৩ পয়সা ধরে ১ লাখ ৩৯ হাজার ১৫৬ টাকা)। এর মধ্যে ১ হাজার ৩১ ইউরো রক্ষণাবেক্ষণ ভাতা এবং ১৫০ ইউরো মাসিক উপবৃত্তি হিসেবে দেওয়া হয়। এ ছাড়া বিমানে নিজ দেশে যাওয়া–আসার টিকিট, স্বাস্থ্য বিমা, সাংস্কৃতিক কার্যক্রমসহ অনেক সুবিধা দেয়।
  • পিএইচডি: আইফেল স্কলারশিপে পিএইচডি পর্যায়ে মাসে ভাতা ১ হাজার ৪০০ ইউরো। এ ছাড়া বিমানে নিজ দেশে যাওয়া–আসার টিকিট, স্বাস্থ্য বিমা, সাংস্কৃতিক কার্যক্রমসহ অনেক সুবিধা দেয়।
  • এ ছাড়া বাসস্থান পাবেন।

আবেদনের যোগ্যতা

আইফেল বৃত্তিতে আবেদনের জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতাসমূহ থাকা আবশ্যক—

  • উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রাসঙ্গিক সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে;
  • উন্নয়নশীল দেশের নাগরিকদের মাস্টার্সে আবেদনের জন্য বয়স ২৫–এর ওপরে হতে হবে;
  • শিল্পোন্নত দেশ থেকে পিএইচডিতে আবেদনের জন্য বয়স ৩০–এর ওপরে হতে হবে।

আবেদনের ধাপসমূহ

ফরাসি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দুটি ধাপে আবেদন করা যাবে।

আবেদনের সময়

আবেদন শুরু হবে আগামী অক্টোবর ২০২৩ থেকে। আবেদন গ্রহণ করা হবে ২০২৪–এর জানুয়ারি পর্যন্ত। এ বৃত্তির ফলাফল প্রকাশিত হবে ২০২৪–এর এপ্রিলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.