ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে একটি হ্রদে নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ থাকা আরও ৬ জনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির কোস্ট গার্ড।
ফিলিপাইন কোস্ট গার্ডের (পিসিজি) বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা নেইল ফেরার স্থানীয় ডিজেডআরএইচ রেডিওকে জানান, নৌকাডুবির ঘটনায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ থাকা আরও ছয়জনের সন্ধানে তল্লাশি চলছে।
পিসিজি জানিয়েছে, নৌকাটি ভূমি থেকে ৪৫ মিটার (১৪৭ ফুট) দূরে থাকা অবস্থায় ঝড়ো বাতাসের কবলে পড়ে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে নৌকাটির একপাশে সরে যায়। আর এ কারণেই মূলত নৌকাটি ডুবে যায়।