প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর: আ’লীগ-বিএনপির কর্মসূচি ঘিরে উত্তেজনা

0
98
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক সদরদপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা করেছে। এ নিয়ে নেতাকর্মীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ আয়োজন উপলক্ষে দফায় দফায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা।

আগামীকাল শুক্রবার ওয়াশিংটন ডিসির ডুলাস বিমানবন্দরে শেখ হাসিনার অবতরণের কথা রয়েছে। তাঁর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ শান্তি সমাবেশ আয়োজন করেছে। একই সময় বিএনপির প্রতিরোধ কর্মসূচি ঘোষণায় উত্তেজনা ছড়িয়েছে।

আগামী ১ মে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সদরদপ্তরে ঋণদানকারী সংস্থাটির সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া ‘বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্বের প্রতিফলন’ শীর্ষক সেমিনারে তিনি একটি নিবন্ধ উপস্থাপন করবেন। ওই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও বক্তৃতা করবেন।

একই দিন শেখ হাসিনা বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সেমিনারে বাংলাদেশের উন্নয়ন ও বিগত পাঁচ দশকে দেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে। এ ছাড়া বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পকর্ম তুলে ধরতে ‘বাংলাদেশ-বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব’ শীর্ষক মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হবে।

এর আগে ২৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ করার কথা রয়েছে। আগামী ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠক করবেন। পরে ইউএস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান পি ক্লার্ক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট নিশা বিসওয়ালের আমন্ত্রণে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের গোলটেবিল আলোচনায় মূল বক্তা হিসেবে যোগ দেবেন। এ ছাড়া বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

আগামী ২ মে ভার্জিনিয়ার ম্যাকলিনের রিটজ-কার্লটন হোটেল মিলনায়তনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সফরকালে এই হোটেলে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্র বিএনপি আগামী ১ মে বিশ্বব্যাংকের এবং পরদিন হোটেল রিটজ-কার্লটনের সামনে প্রতিরোধ কর্মসূচির ঘোষণা করেছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রায় প্রতিবছরই জাতিসংঘ সদরদপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করে থাকে। অশ্লীল ও আপত্তিকর স্লোগানের জেরে উত্তেজিত নেতাকর্মীর মাঝে কয়েক দফা অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.