পাট খাতে অবদান রাখায় পুরস্কার পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

0
51
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে সম্মাননা তুলি দিয়েছেন

পাট খাতে বিশেষ অবদান রাখায় এ বছর ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে সম্মাননা তুলি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়।

পাটখেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

১১টি ক্যাটাগরি হলো-

১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/ বিজ্ঞানী/ উদ্ভাবক

২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি

৩. সেরা পাট উৎপাদনকারী চাষি

৪. পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল

৫.পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান

৬.পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল

৭.পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান

৮. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল

৯. বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান

১০.বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং

১১. বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.