এশিয়া কাপের আগে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে পাকিস্তান। লম্বা সময় পর ওয়ানডের এক নম্বর দল হলেও বেশিদিন ধরে রাখতে পারেনি বাবর আজমরা। দুই নম্বরে চলে যাওয়া অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হারিয়ে আবারও দখল করেছে শীর্ষস্থান।
শনিবার (দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের মানগাউং ওভালেমার্নাস লাবুশেন ও ওয়ার্নারের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯২ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪১.৫ ওভারে ২৬৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার জয় ১২৩ রানে। এর আগে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ৩ উইকেটে হারায় অজিরা।
বড় ব্যবধানে জয়ের কারণেই র্যাঙ্কিংয়ে এগিয়েছে অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে ১ রেটিং পয়েন্ট এগিয়ে আছে অজিরা। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২১। ঠিক পেছনেই থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ১২০। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত। ভারতের বিপক্ষে আজ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ জিতলেই এক নম্বরে চলে যাবে পাকিস্তান।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য ভালো খবর নেই। এখনো সাতে নিজেদের অবস্থান ধরে রাখলেও এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের কাছেও হারলে আটে নেমে যাবেন সাকিব আল হাসানরা। বাংলাদেশকে টপকে তখন সাতে উঠে আসবে শ্রীলঙ্কা।