নেত্রকোনায় হাঁসবোঝাই পিকআপ ভ্যানে আগুন

0
114
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাশিপুর এলাকার বাট্টা কাচারি মোড়ে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাঁসবোঝাই পিকআপ ভ্যানটিতে আগুন দেয় দুর্বৃত্তরা, ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হাঁসবোঝাই একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেন্দুয়া-তাড়াইল সড়কের কাশিপুর এলাকায় বাট্টা কাচারি মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বারহাট্টা উপজেলা থেকে একটি পিকআপ ভ্যানে করে ৭০০ হাঁস নিয়ে কেন্দুয়ার গগডা বাজারের উদ্দেশে যাচ্ছিলেন একজন চালক। রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া-তাড়াইল সড়কের কাশিপুর এলাকায় বাট্টা কাচারি মোড়ে পৌঁছালে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত রাস্তা বন্ধ করে গাড়ি থামিয়ে চালককে মারধর করে গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। এতে পিকআপ ভ্যানটির সামনের কেবিনের কিছু অংশ পুড়ে গেছে এবং কাচ ভেঙে গেছে। পরে স্থানীয় লোকজন এসে হাঁসগুলো উদ্ধার করে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নেত্রকোনা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান আজ রোববার সকালে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত হাঁসবোঝাই পিকআপ ভ্যানটি থামিয়ে চালককে নামিয়ে তাতে আগুন দিয়েছিল। তবে স্থানীয় লোকজন দ্রুত হাঁসগুলো নামানোসহ আগুন নেভাতে সক্ষম হন। এ কারণে গাড়িটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.