জয়/হার
সম্পূর্ণ হয়েছে—নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত এখন পর্যন্ত এমন ১৯টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে ১১টিতে জিতেছে, হেরেছে ৮টিতে। অস্ট্রেলিয়া এখানে খেলেছে ৬টি ওয়ানডে। এর মধ্যে জয় ৪টি, হার ২টি।
গড় স্কোর
ওয়ানডেতে এই মাঠে ভারতের গড় স্কোর ২৩৬ রান। অস্ট্রেলিয়ার গড় স্কোর ২৩৫ রান।
সর্বোচ্চ স্কোর
এ মাঠে ভারতের সর্বোচ্চ স্কোর ৪৭.৪ ওভারে ৫ উইকেটে ৩২৫। ২০০২ সালে এটা তারা করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচটি ৫ উইকেটে জিতেছিল ভারত। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর ৪৯.৩ ওভারে ১০ উইকেটে ২৮৬। এ বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি ৩৩ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সব মিলিয়ে সর্বোচ্চ স্কোর দক্ষিণ আফ্রিকার। ২০১০ সালে ভারতের বিপক্ষে তারা করেছিল ২ উইকেটে ৩৬৫ রান।
সর্বনিম্ন স্কোর
ভারতের সর্বনিম্ন স্কোর ১০ উইকেটে ১০০। ১৯৯৩ সালে এই রান তারা করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরিবর্তিত লক্ষ্যে খেলতে নেমে ভারতকে ৬৯ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৬ সালে অস্ট্রেলিয়া এই মাঠে তাদের সর্বনিম্ন ১৪১ রানে অলআউট হয়েছিল ভারতের বিপক্ষে।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সব মিলিয়ে ওয়ানডেতে সর্বনিম্ন রানের স্কোর ৮৫। ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফিতে এই রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে।
সর্বোচ্চ রান ও উইকেট
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল দ্রাবিড়। ভারতের বর্তমান কোচ ৫ ম্যাচে করেছেন ৩৪২ রান। অস্ট্রেলিয়ার পক্ষে এই মাঠে সর্বোচ্চ রান রিকি পন্টিংয়ের, ৩ ম্যাচে ১৮৫। এই ভেন্যুতে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি কপিল দেব। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ উইকেট মিচেল জনসনের, ২ ম্যাচে ৪টি।
মুখোমুখি
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে ভারতই। এই মাঠে ভারত-অস্ট্রেলিয়া ৩ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ২টি, অস্ট্রেলিয়া ১টি।
দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ স্কোর
২০১১ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে ২৬১ রান করেছিল ভারত।
দুই দলের লড়াইয়ে সর্বনিম্ন স্কোর
১৯৮৬ সালে ভারতের বিপক্ষে ১৪১ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া।