বিতর্কের মুখে তিব্বত সরকার বলল, দালাই লামা উচ্ছল ও বিশুদ্ধ

0
142
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা, ফাইল ছবি: এএফপি

শিশুর প্রতি যৌন হয়রানিমূলক আচরণ করার অভিযোগ উঠেছে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার বিরুদ্ধে। এ জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। এরপরও বিতর্ক-সমালোচনা যেন থামছেই না। তুমুল বিতর্কের মুখে তিব্বত সরকার দালাই লামার পাশে দাঁড়িয়েছে। বলা হয়েছে, দালাই লামা উচ্ছল ও বিশুদ্ধ।

এ বিষয়ে সেন্টাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট প্রেসিডেন্ট লোবসাং সাঙ্গে গত বুধবার বলেন, ‘দালাই লামা একজন উচ্ছল ও বিশুদ্ধ ব্যক্তি। তবে তিনি যেটা করেছেন, তা অতিব্বতীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক ভুল ছিল।’

লোবসাং সাঙ্গে আরও বলেন, ‘মানুষের বোঝা উচিত, আপনি যদি ছেলেটির সঙ্গে দালাই লামার ওই ভিডিও দেখেন, তবে তিব্বতীয়রা বলবেন, ছেলেটি ভাগ্যবান। কেননা, সে পবিত্র দালাই লামার কাছ থেকে আলিঙ্গন পেয়েছে, চুম্বন পেয়েছে। কিন্তু পশ্চিমা দৃষ্টিকোণ থেকে এটা রাজনৈতিকভাবে ভুল। এটা আমিও মনে করি।’

দালাই লামা ক্ষমা চাওয়া পর এ বিষয় নিয়ে আর বিতর্ক ও সমালোচনা করা উচিত নয় বলে মনে করেন লোবসাং সাঙ্গে। তিনি বলেন, ‘এখানেই এটা থামিয়ে দেওয়া প্রয়োজন। মানুষের এগিয়ে যাওয়া উচিত।’

তিব্বতীয়দের কাছে দালাই লামা একজন পরম শ্রদ্ধাভাজন ও অত্যন্ত পবিত্র ব্যক্তি। তাঁকে ‘জীবন্ত ঈশ্বর’ বা স্বয়ং বুদ্ধের অবতার বিবেচনা করা হয়। সম্প্রতি ৮৭ বছর বয়সী দালাই লামার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক শিশুকে দালাই লামা জিজ্ঞাসা করেছিলেন, সে তাঁর জিহ্বা চুষতে চায় কি না। শুরু হয় তুমুল বিতর্ক-সমালোচনা।

গত ২৮ ফেব্রুয়ারি ধর্মশালায় দালাই লামার মন্দিরে ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। সদ্য শারীরিক দক্ষতা প্রশিক্ষণ শেষ করা ১২০ শিক্ষার্থীর সঙ্গে কুশলবিনিময়ের সময় ঘটনাটি ঘটে। আবাসন কোম্পানি এম৩এম গ্রুপের দাতব্য শাখা এম৩এম ফাউন্ডেশন এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। মার্চে ওই অনুষ্ঠানের ছবি-ভিডিও প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

বিতর্কের মুখে ক্ষমা চান দালাই লামা। তাঁর দপ্তর থেকে বলা হয়েছে, দালাই লামার কথায় আঘাত পেয়ে থাকতে পারে বলে ওই শিশু ও তার পরিবারের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতে চান। সাক্ষাতের সময় তিনি সরল মনে ও কৌতুক করে লোকজনের সঙ্গে দুষ্টুমি করে থাকেন। এমনকি সেটা প্রকাশ্যে এবং ক্যামেরার সামনেও। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.