দ্য টেইলর: আলোচিত এই তুর্কি সিরিজে কী আছে

0
133
সিরিজের দৃশ্য, ছবি: নেটফ্লিক্স

বাংলাদেশ থেকে আর্জেন্টিনা, ব্রাজিল থেকে ইরাক কিংবা জার্মানি, স্পেন—নানান দেশের দর্শক তুর্কি সিরিজ ‘দ্য টেইলর’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন। নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিরিজের বৈশ্বিক তালিকার শীর্ষে উঠেছে সিরিজটি। বিশ্বজুড়ে ৬২টি দেশের শীর্ষ ১০–এর তালিকায় রয়েছে ‘দ্য টেইলর’।

নেটফ্লিক্স বলছে, ২ মে মুক্তির পর এক সপ্তাহের ব্যবধানে ২৬ মিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে সিরিজটি। এক তরুণ দর্জির জীবনের গল্পে সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা জেম কারজি, সিরিজটি প্রযোজনা করেছে ওজিএম পিকচারস।
গল্পে দেখা যায়, পিয়ামি ডকুমেজি নামের এক তরুণ দর্জি অল্প সময়ের মধ্যেই পরিচিতি পায়; যে তার দাদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সেলাইয়ের কাজ শিখেছে। দাদার মৃত্যুর পর বাবাকে নিয়ে ইস্তাম্বুলে আসে পিয়ামি। এর মধ্যে দোকানে পোশাক বানাতে আসা দামিত্রি নামের এক নারীর সঙ্গে পরিচয় ঘটে পিয়ামির, পরে প্রণয়ে রূপলাভ করে পরিচয়।

সিরিজের দৃশ্য
সিরিজের দৃশ্য, ছবি: নেটফ্লিক্স

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিরিজে দর্জি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা চাগাতায় উলুসয়। এতে শিফানুর গুল, সালিহ বাদেমজিসহ আরও অনেকে অভিনয় করেছেন।
২০২১ সালে সিরিজের চিত্রনাট্য লেখা হয়েছে, কয়েক দফায় শিল্পীদের চূড়ান্ত করার পর গত বছরের ২৯ মার্চ সিরিজের প্রথম মৌসুমের দৃশ্যধারণ শুরু হয়। দ্বিতীয় মৌসুমের কাজ জুলাইয়ে শুরু হওয়ার কথা রয়েছে, অক্টোবরের মধ্যেই দৃশ্যধারণ শেষ করে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সিরিজটি তুরস্কের টিভি চ্যানেল টিভিএইটে প্রচারের কথা ছিল। সিরিজের টিজার প্রকাশের পর টিভি কর্তৃপক্ষ জানায়, ব্যয়বহুল সিরিজটি কেনার সামর্থ্য তাদের নেই। পরে এটি ডিজনি প্লাসে মুক্তির ঘোষণা দেওয়া হয়, মুক্তির আগেই সেটি কিনে নেয় নেটফ্লিক্স।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.