দুবাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

0
117
খবর পাওয়া পর ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থল হাজির হয় দমকল বাহিনীর কর্মীরা - গালফ নিউজ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার দুপুরে দুবাইয়ের আল রাস এলাকায় এই অগ্নিকাণ্ডে আহত হয় ৯ জন।

দুবাইয়ের সিভিল ডিফেন্সের এক মুখপাত্রের বরাত দিয়ে আজ রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ওই মুখপাত্র বলেন, দুবাইয়ের সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ওই মুখপাত্র জানান, স্থানীয় সময় শনিবার বেলা ১২টা ৩৫ মিনিটে দুবাই সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। এরপর দুবাই সিভিল ডিফেন্স সদরদপ্তর থেকে একটি টিম ১২টা ৪১ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুন নেভাতে পোর্ট সাঈদ ফায়ার স্টেশন ও হামরিয়াহ ফায়ার স্টেশন সহায়তা দেয়। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র আরও জানান, ভবনটির চতুর্থ তলায় আগুন লেগেছিল। প্রাথমিক তদন্তে ভবনটির সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি পাওয়া গেছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.